বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করতে সংশ্লিষ্ট সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) সন্ধ্যায় আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করতে বিএনপির সঙ্গে বৈঠকের পর এ আহ্বান জানান তিনি।
এক টুইট বার্তায় ঢাকাস্থ ব্রিটেনের হাইকমিশন জানায়, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিএনপি নেতাদের সঙ্গে দেখা করেছেন। ব্রিটেন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করতে সকল স্টেকহোল্ডারকে সংযম, সহিংসতা পরিহার এবং একসঙ্গে কাজ করার আহ্বান জানায়।
এসময় সারাহ কুকের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের একটি যৌথ ছবি পোস্ট করা হয়।