গাজ্জায় দখলদার ইসরাইলী বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত করেছে বাহরাইন। এছাড়া ইসরাইলে থাকা রাষ্ট্রদূতকে ফিরে আসার নির্দেশও দিয়েছে দেশটি।
২০২০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থ্যতায় ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল চারটি দেশ। এরমধ্যে অন্যতম ছিল বাহরাইন।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বাহরাইনের সংসদের নিম্নকক্ষ রাষ্ট্রদূতকে ফিরে আসার নির্দেশ দেয়। এই নিম্নকক্ষই ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল।
বাহরাইনের সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দেশে নিযুক্ত ইসরাইলের দূতও বাহরাইন ছেড়েছেন এবং বাণিজ্য সম্পর্ক স্থগিত করা হয়েছে।
সূত্র: বিবিসি