নভেম্বর মাসের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে চীন। দেশটির সভাপতিত্বকালীন সময়ে ‘গাজ্জা উপত্যকায় চলমান সংঘাত’ ইস্যু পরিষদের মূল কার্যাবলীর কেন্দ্রবিন্দু হবে বলে জানিয়েছেন জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ঝাং জুন।
প্রসঙ্গত, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী ১৫ সদস্যদেশ প্রতি মাসে পালাক্রমে সভাপতির দায়িত্ব পেয়ে থাকে।
বুধবার (১ নভেম্বর) সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ঝাং জুন বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে নিরাপত্তা পরিষদ গাজ্জায় চলমান বিষয়টির উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। পরিষদের পাশাপাশি চীনের সভাপতিত্বেও একই ধারাবাহিকতা বজায় থাকবে।”
তিনি আরো বলেন, “চীনের সভাপতিত্ব কালীন সময়ে গাজ্জায় যুদ্ধবিরতির চেষ্টা, বেসামরিক হতাহতের ঘটনা কমানো, মানবিক বিপর্যয় হ্রাস, দ্বি-রাষ্ট্রীয় সমাধানের অগ্রগতি এবং ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করবে পরিষদ।”
এছাড়াও লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী (ইউএনআইএফআইএল), সুদানের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ, বসনিয়া ও হার্জেগোভিনা ও লিবিয়া সম্পর্কিত উন্নয়ন,উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পাশাপাশি ইউক্রেন যুদ্ধ এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে পরিষদে আলোচনা হবে বলে জানান ঝাং জুন।
উল্লেখ্য, গাজ্জা উপত্যকায় বিমান হামলার পাশাপাশি স্থল হামলাও বৃদ্ধি করেছে দখলদার ইসরাইল বাহিনী। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৮ হাজার ৭৯৬ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে বর্বর ইসরাইলি বাহিনীর হাতে।
সূত্র: মিডল ইস্ট মনিটর