বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

মধ্যরাতে ইসরাইলী বাহিনীর উপর ব্যাপক আক্রমণ করেছে হামাস

গাজ্জা উপত্যকার ভেতর মধ্যরাতে হামাসের যোদ্ধাদের তীব্র অতর্কিত হামলার মুখে পড়েছিল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গোলানি ব্যাটালিয়ন বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দখলদার ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাতে আর্মি রেডিও এ তথ্য জানিয়েছে।

ইসরাইলী বাহিনী বলেছে, হামাসের যোদ্ধারা ইসরাইলী বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, বিস্ফোরক ব্যবহার এবং গ্রেনেড ছুড়েছে।

একটি অসমর্থিত সূত্র আর্মি রেডিওকে জানিয়েছে, মধ্যরাতে তাদের সেনাদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালানোর চেষ্টা করেছে হামাস। ওই সময় তারা সুড়ঙ্গ থেকে বের হয়ে ইসরাইলীদের লক্ষ্য করে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়েন। এছাড়া দখলদার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে মর্টার এবং ড্রোনও ব্যবহার করা হয়।

আর্মি রেডিওর প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামাসের যোদ্ধারা ইসরাইলী বাহিনীর একটি সাঁজোয়া যানের ভেতর প্রবেশ করে সেটি আটকের চেষ্টা চালান।

আর্মি রেডিও দাবি করেছে, এ যুদ্ধ চলার সময় হামাসের ২০ সদস্য শহীদ হন এবং ১০ জন পালিয়ে যান। কিন্তু এতে কোনো ইসরাইলী বাহিনীর সদস্য নিহত বা হতাহত হননি।

তবে হামাসের পক্ষ থেকে নিজেদের যোদ্ধাদের মৃত্যুর ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য জানানো হয়নি। ফলে ইসরাইল যে দাবি করেছে সেটির সত্যতা নিশ্চিত করা যায়নি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img