বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ইসরাইলী বাহিনীর সাথে তুমুল যুদ্ধ চলছে হামাসের

অবরুদ্ধ গাজ্জা উপত্যকার ভেতর দখলদার ইসরাইলী বাহিনীর সঙ্গে হামাসের যোদ্ধাদের তুমুল যুদ্ধ চলছে। মূলত গাজ্জার উত্তরাঞ্চলে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়েছে দুই পক্ষ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক হানি মুহাম্মাদ গাজার খান ইউনিস থেকে জানিয়েছেন, গাজ্জা সিটির গেটের কাছে ট্যাংক নিয়ে পৌঁছাতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছ ইসরাইলী সেনারা।

এছাড়া উত্তরাঞ্চলে ইসরায়েলিদের সঙ্গে হামাসের যোদ্ধাদের মধ্যে গোলাগুলি ও লড়াইয়ের খবর পাওয়া গেছে। ওই অঞ্চলে ইসরাইলী সেনারা ট্যাংক নিয়ে মূলত অবস্থান নিয়ে আছেন। তারা সামনের দিকে এগোচ্ছেন না।

গাজ্জার মধ্যাঞ্চল থেকে যেসব তথ্য আসছে, সেগুলো থেকে জানা যাচ্ছে, দখলদার ইসরাইলী ট্যাংকগুলো সরাসরি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অঞ্চলগুলো থেকে আসছে। ট্যাংকগুলো উপকূলীয় এলাকাগুলোর দিকে এগোচ্ছে এবং মধ্যাঞ্চলে ঢোকার চেষ্টা চালাচ্ছে। আর গাজার মূল কেন্দ্রে ইসরাইলী বাহিনীর ট্যাংক আসা মানে— সেখানে আগামী কয়েকদিন আরও তুমুল লড়াই হবে।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img