মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

অসংখ্য আলেমের রাহবার প্রফেসর হামীদুর রহমান ইন্তেকাল করেছেন

হাফেজ্জী হুজুর রহ. এর খলীফা অসংখ্য আলেম-ওলামার আধ্যাত্মিক রাহবার প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ দুপুর ৩টা ২০ মিনিটের দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৮৬ বছর।

তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতার কারণে রাজধানীর ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন।

প্রফেসর হামীদুর রহমান ৯ জানুয়ারি ১৯৩৮ সালে মুন্সীগঞ্জের নয়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ইসলামিয়া হাইস্কুল থেকে ১৯৫৫ সালে ম্যাট্রিক পাস করে ঢাকা কলেজে ভর্তি হন। ১৯৫৭ সালে ভর্তি হন আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে (বর্তমানে বুয়েট)। ১৯৬৫ সালে প্রশিক্ষণের জন্য ইংল্যান্ড যান।

১৯৬৯ সালে তিনি সহকারী অধ্যাপক হিসেবে বুয়েটে যোগ দেন। ১৯৮০ সাল পর্যন্ত তিনি বুয়েটে অধ্যাপনা করেছেন।

প্রফেসর হামীদুর রহমান ১৯৭৪ সালে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ হজরত মুহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর রহ.-এর কাছে বায়াত হন। বায়াত হওয়ার পাঁচ বছর পর তিনি হজরত হাফেজ্জী হুজুর রহ.-এর তাঁকে খেলাফত দেন।

হজরত হাফেজ্জী হুজুর রহ.-এর ইন্তেকালের পর তিনি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহ.-এর সর্বশেষ খলিফা মাওলানা আবরারুল হক রহ.-এর কাছে বায়াত হন এবং খেলাফত লাভ করেন।

প্রফেসর হামীদুর রহমান ১৯৬৭ সালে বিয়ে করেন। তিনি ৫ ছেলে ও ২ মেয়ের জনক। ছেলেরা সবাই হাফেজ ও আলেম।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img