গাজ্জা উপত্যাকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম সিনিয়র কমান্ডার মুহাম্মাদ আসারকে হত্যার দাবি করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সামরিক বাহিনী।
সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহত এই কমান্ডার গাজ্জা উপত্যাকায় ‘ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র’ ইউনিটের প্রধান ছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরাইলের বেসামরিক ও সামরিক বাহিনীর বিরুদ্ধে অসংখ্য হামলার নেতৃত্ব দিয়েছেন মুহাম্মাদ আসার।
যদিও হামাসের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
সূত্র: আল জাজিরা