কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল করিমকে ইয়াবাসহ আটক করেছে র্যাব-১৪। রবিবার রাতে উপজেলা পরিষদ চত্বরের পাশ থেকে তাকে আটক করা হয়।
সোমবার (০২ নভেম্বর) দুপুরে রৌমারী থানায় তার বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। জামালপুর র্যাব-১৪(রৌমারী-রাজীবপুর)এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এমএম সবুজ রানা এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, আটককৃত রবিউল করিমকে দীর্ঘ সময় অপেক্ষা করে তার কাছে থাকা গাড়ি থামিয়ে ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে মামলা দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়।
এ ব্যপারে রৌমারী থানার ওসি ইমতিয়াজ কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত রবিউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্র্রণ আইনে মামলা দিয়ে সোমবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।