দক্ষিণ লেবাননের ওদাইসেহ শহরের কাছে হিজবুল্লাহর অতর্কিত হামলায় অন্তত ১৪ জন ইসরাইলি সৈন্য নিহত হয়েছে। এসময় ইউনিটের বেশ কয়েকজন ইসারাইলি সৈন্য আহত হয়েছে বলে জানা গেছে।
ইসরাইলি সূত্রের উদ্ধৃতি দিয়ে এমন তথ্য জানিয়েছে স্কাই নিউজ আরাবিয়া।
এদিকে, দি টাইমস পত্রিকা জানিয়েছে, আজ সকালে লেবানন সীমান্ত অতিক্রম করে হিজবুল্লার একটি সুরঙ্গে প্রবেশের সময় এমন হামলার শিকারে পরিণত হয় ইসরাইলি সৈন্যরা। অতর্কিত হামলা থেকে বেঁচে যাওয়া এক সেনা সদস্য এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইউনিটের সকল সদস্য কম-বেশি আহত হয়েছে।
ইসরাইলের সেনাবাহিনী মাত্র একজন সেনা সদস্যের নাম পরিচয় প্রকাশ করেছে। ২২ বছর বয়সী নিহত ওই সৈনিকের নাম ইতান ইতজাক ওস্টার।
সূত্র: স্কাই নিউজ আরাবিয়া, দি টাইমস