শনিবার, অক্টোবর ৫, ২০২৪

লেবাননে ইসরাইলি হামলার প্রতিবাদে খেলাফত আন্দোলনের বিক্ষোভ

লেবাননে ইসরাইলি হামলা এবং ফিলিস্তিনে ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে রাজধানীর কামরাঙ্গীরচরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

বুধবার (২ অক্টোবর) বিকেলে খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজির নেতৃত্বে জামিয়া নূরিয়ার সামনে থেকে মিছিলটি বের হয়ে কামরাঙ্গীরচর থানা প্রদক্ষিণ করে থানা সংলগ্ন চৌরাস্তায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

বিক্ষোভ মিছিলে সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, আগ্রাসী ইসরাইলকে থামানোর একটাই উপায় তা হল ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র লড়াই। আমরা বাংলাদেশের সবাইকে আহ্বান জানাব এখন থেকে ইসরাইলের সকল পণ্য বয়কট করে চলতে হবে। আমরা চাই বাংলাদেশের কোন নাগরিক যেন ইসরাইলি পণ্য ব্যবহার না করে। ইরাকে আমেরিকান আগ্রাসন ঠেকাতে আমরা যেমন জিহাদের জন্য প্রস্তুত ছিলাম ঠিক তেমনি বাংলাদেশের ১৮ কোটি মুসলমান ইসরাইলের বিরুদ্ধে জিহাদের জন্যও প্রস্তুত রয়েছে। আমরা ওআইসিসহ সকল মুসলিম দেশ ও সংস্থাকে ইসরাইলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানাই।

বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, প্রশিক্ষণ নাজেম মাওলানা ইলিয়াস মাদারীপুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর সেক্রেটারী মোফাচ্ছির হোসাইন, মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী আবুল কাসেম কাসেমী, মাওলানা মাসউদুর রহমান প্রমূখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img