শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র সফলভাবে ইসরাইলে আঘাত হেনেছে: ইরান

গত মঙ্গলবার ইসরাইলকে লক্ষ্য করে ১৮০ টির মত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। এসব ক্ষেপণাস্ত্রের ৯০ শতাংশ ইসরাইলের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে বলে দাবি জানিয়েছে তেহরান।

দেশটির ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি এ বিষয়টি নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ইসরাইলের স্থাপনা রক্ষায় সর্বাধুনিক ও বিপুল পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়োজিত ছিল। তা সত্ত্বেও ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র নিখুঁত লক্ষ বস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। এমন নিখুঁত হামলায় রীতিমতো হতভম্ব হয়ে গেছে ইহুদি কর্মকর্তারা।

উল্লেখ্য, ক্ষেপণাস্ত্র হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের বিষয়টি নিশ্চিত না হওয়া গেলেও দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইসলামী প্রতিরোধ দলগুলোর নেতাদের হত্যার প্রতিশোধে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান।

সূত্র: টাইমস অব ইসরাইল

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img