মাহবুবুল মান্নান
চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাওলানা মোজাহিদুল ইসলাম চৌধুরী বলেছেন, ইস্তেগফারের বহুবিদ উপকারিতা রয়েছে। একাধিক হাদিসের বর্ণনায় দেখা যায়, ইস্তেগফারের মাধ্যমে শুধু পরকালীন পুরস্কার নয়, বান্দা দুনিয়ার সফলতাও অর্জন করে। ইস্তেগফার করার মাধ্যমে মানুষ দুনিয়া ও আখেরাতে সম্মানিত হয়।
সোমবার (২ অক্টোবর) চট্টগ্রাম লোহাগাড়া চুনতি ১৯দিন ব্যাপী ৫৩তম আন্তর্জাতিক সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিলের ৬ষ্ট দিবসে বিশেষ মেহমানের বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,সকল মুসলমানদের উচিত অন্তত নামাজের মধ্যে যতটুকু কুরআন তেলাওয়াত করা হয় ও অন্যান্য দোয়া পড়া হয় সেগুলোর অর্থ জেনে নেওয়া ।কেননা এগুলোর অর্থ জানা থাকলে মুসল্লীদের নামাজে একাগ্রতা সৃষ্টি হয়।
মাওলানা জিয়াউল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিলে আরো বয়ান করেন, কক্সবাজার চকরিয়া মারকাযুদ দাওয়াহ ওয়াল এরশাদ এর পরিচালক মাওলানা মোস্তফা নূরী,চট্টগ্রাম সরকারি মডেল কলেজ এর প্রভাষক ড.মাওলানা ওলিউল্লাহ মুঈন,মাওলানা সালাহ উদ্দিন হাবিবি ও মাওলানা নেজাম উদ্দিন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সাতকানিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মুনিরুল আলম,কক্সবাজার চকরিয়া আনোয়ারুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী।