ইনসাফ | নাহিয়ান হাসান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমি বিশ্বাস করি যে, সমস্ত সাম্রাজ্য একমাত্র আল্লাহর। আমি কখনোই বলিনি যে,সাম্রাজ্যের আঙ্গুল হল সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ইমরান খান বলেন, বিরোধীদের চাপে পরে কোনো সিদ্ধান্ত নিলে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। তারা পাকিস্তানকে ঋণে জর্জরিত করে মিথ্যা অজুহাতে বিদেশে পালিয়েছে। জাতীয় সম্পদ বৃদ্ধির রাষ্ট্রীয় চাহিদা পূরণ করতে তারা আমাদের জন্য কিছুই রাখেনি।
তিনি বলেন, বিরোধী দল এনআরও ( ন্যাশনাল রিকনসিলেশন অর্ডিনেন্স। এটি ২০০৭ সালে পারভেজ মোশাররফ কর্তৃক গৃহীত দুর্নীতি থেকে নিষ্কৃতির বিশেষ আইন) দেওয়ার জন্য আমাকে চাপ দিচ্ছে, তবে আমি এর পরিবর্তে স্বেচ্ছায় পদত্যাগকেই অগ্রাধিকার দিবো।
দুর্নীতিবাজদের হুশিয়ার করে দিয়ে ইমরান খান বলেন, পাকিস্তানের ১ লক্ষ ৭০ হাজার ভোটার আমাকে তাদের অভিভাবক হিসেবে নির্বাচন করেছে। সুতরাং, কেউ যদি আইন ভঙ্গ করার চেষ্টা করে তবে আমি একে একে সবাইকেই জেলখানায় কয়েদ করবো।
সূত্র: জিও নিউজ