বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪

আহলুল মাদীনা প্রবাসী ফোরামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত; ৭ দফা দাবি উত্থাপন

সৌদি আরবের মদীনা মুনাওয়ারায় অবস্থিত প্রবাসীদের সংগঠন ‘আহলুল মাদীনা প্রবাসী ফোরামের’ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলন থেকে সংগঠনটি বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ৭ দফা দাবি উত্থাপন করে।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে সৌদি আরবের মদীনায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আহলুল মাদীনা প্রবাসী ফোরামের সমন্বয়ক মাওলানা উবায়দুর রহমান মাদানীর পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সমন্বয়ক মাওলানা তাওহীদুল হক।

লিখিত বক্তব্যে তিনি ৭ দফা দাবি প্রস্তাব করেন,
১। প্রবাসীদের সব ধরনের হয়রানী থেকে মুক্তি দিতে হবে।
২। প্রবাসীদের নামে মামলা হলে তা ৯০/১২০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে।
৩। প্রবাসে মারা গেলে বা পঙ্গুত্ব বরণ করলে তার পরিবারকে আমরণ ভাতা দিতে হবে।
৪। চূড়ান্তভাবে দেশে এলে অবসর ভাতা দিতে হবে।
৫। সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে।
৬। বিমানবন্দরে লাগেজ ক্ষতিগ্রস্ত হলে তার ক্ষতিপূরণ দিতে হবে।
৭। বিদেশ যাত্রায় সব ধরনের সমস্যা নিরসনে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় লেখক পরিষদের সহ-সভাপতি ও সবার খবরের সম্পাদক আবদুল গাফফার, বিশিষ্ট গণমাধ্যম ও মিডিয়া ব্যক্তিত্ব শিল্পী আব্দুল নূর জালালী প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img