রাজধানীর শেরে বাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতী হারুন ইজহার, ইসলামী বক্তা মুফতী আমির হামজা, মাওলানা মাহমুদুল হাসান গুনবী ও মুফতী আলী হাসান ওসামা, আল সাকিব, মো. আব্দুল্লাহ ও আনোয়ার হোসেন।
সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান মামলার দায় থেকে তাদের অব্যাহতি দেন।
মামলার অভিযোগ গঠনে শুনানির জন্য আজকের দিন ধার্য ছিল। সেই অনুযায়ী আদালতে হাজিরা দেন জামিনে থাকা ছয় আসামি। এ সময় কারাগারে আটক আসামি সাকিবকে আদালতে হাজির করা হয়।
আসামি পক্ষের আইনজীবীরা মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন করতে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ছয়জনকে অব্যাহতি দেন।