রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

জাতিসংঘ সফরে অপ্রয়োজনীয় কাওকে নিচ্ছেন না ড. ইউনূস

বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস অপ্রয়োজনীয় প্রতিনিধিদল নিয়ে নিউইয়র্কে যাবেন না। প্রধান উপদেষ্টা যাদের কাজ আছে শুধুমাত্র তাদের একটি ছোট বহর নিয়ে সেখানে যাবেন। উনি যত কম সময় ওখানে থেকে ওনার কাজ শেষ করতে পারবেন, সেই চেষ্টা করবেন। যাওয়া-আসার সময় মিলিয়ে এক সপ্তাহের বেশি না।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের আলাপকালে তিনি এসব কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, ড. ইউনূসের সাথে নিউইয়র্কে সংক্ষিপ্ত সফরে মোটামুটি একটা ছোট প্রতিনিধিদল যাবে। প্রতিনিধিদলে কারা থাকছেন এবং সংখ্যাটা কত-জানতে চাইলে তিনি জানান, চূড়ান্ত সংখ্যাটা আজকে আমি বলতে পারব না। এটা এখনও চূড়ান্ত হয়নি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img