রবিবার | ৬ জুলাই | ২০২৫

কুরআন পোড়ানোর ঘটনায় যা বলছে মুসলিম দেশগুলো

spot_imgspot_img

বৃহস্পতিবার (২৮ জুন) সালওয়ান মোমিকা নামের ৩৭ বছর বয়সী এক ইরাকি সুইডেনের একটি মসজিদের সামনে পবিত্র গ্রন্থ আল কোরআনের পৃষ্ঠা ছিড়ে তাতে আগুন ধরিয়ে দেয়। বাক স্বাধীনতার কথা বলে এ বিষয়টিতে কোন ধরনের বাধা প্রদান করেনি সুইডিশ কর্তৃপক্ষ। যার ফলে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ এ ঘটনার তীব্র নিন্দা জানায়।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এটিকে ঘৃণ্য কাজ বলে অভিহিত করে বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে যেসব ইসলামবিরোধী কর্মকান্ডের অনুমতি দেওয়া হচ্ছে তা অগ্রহণযোগ্য।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মরোক্কে নিযুক্ত সুইডেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও দেশেটি এ ঘটনাটিকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকার ও জনগণ এ ধরনের ইসলাম অবমাননা মেনে নেবে না।”

এছাড়াও তেহরানে নিযুক্ত সুইডেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, “প্রতিনিয়ত এই ঘৃণ্য কাজ কোনভাবেই মেনে নেওয়া যায় না।”

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে এ ঘটনাটিকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছ।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র কোরআন পোড়ানোর ঘটনার বিরোধিতা করেছে। কিন্তু একই সাথে তুরস্ক ও হাঙ্গেরিকে সুইডেনের ন্যাটো জোটের সদস্য পদ লাভে সমর্থনের আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল।

তিনি এক বিবৃতিতে বলেন, “ধর্মীয় গ্রন্থ অবমাননা অসম্মানজনক ও ক্ষতিকর। যা আইনসম্মত হলেও করা উচিত নয়।”

সূত্র: আল জাজিরা

সর্বশেষ

spot_img
spot_img
spot_img