বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

কুরআন পোড়ানোর ঘটনায় যা বলছে মুসলিম দেশগুলো

বৃহস্পতিবার (২৮ জুন) সালওয়ান মোমিকা নামের ৩৭ বছর বয়সী এক ইরাকি সুইডেনের একটি মসজিদের সামনে পবিত্র গ্রন্থ আল কোরআনের পৃষ্ঠা ছিড়ে তাতে আগুন ধরিয়ে দেয়। বাক স্বাধীনতার কথা বলে এ বিষয়টিতে কোন ধরনের বাধা প্রদান করেনি সুইডিশ কর্তৃপক্ষ। যার ফলে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ এ ঘটনার তীব্র নিন্দা জানায়।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এটিকে ঘৃণ্য কাজ বলে অভিহিত করে বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে যেসব ইসলামবিরোধী কর্মকান্ডের অনুমতি দেওয়া হচ্ছে তা অগ্রহণযোগ্য।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মরোক্কে নিযুক্ত সুইডেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও দেশেটি এ ঘটনাটিকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকার ও জনগণ এ ধরনের ইসলাম অবমাননা মেনে নেবে না।”

এছাড়াও তেহরানে নিযুক্ত সুইডেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, “প্রতিনিয়ত এই ঘৃণ্য কাজ কোনভাবেই মেনে নেওয়া যায় না।”

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে এ ঘটনাটিকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছ।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র কোরআন পোড়ানোর ঘটনার বিরোধিতা করেছে। কিন্তু একই সাথে তুরস্ক ও হাঙ্গেরিকে সুইডেনের ন্যাটো জোটের সদস্য পদ লাভে সমর্থনের আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল।

তিনি এক বিবৃতিতে বলেন, “ধর্মীয় গ্রন্থ অবমাননা অসম্মানজনক ও ক্ষতিকর। যা আইনসম্মত হলেও করা উচিত নয়।”

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img