শুক্রবার, জুলাই ৫, ২০২৪

এক কোটি ডলারের ইসরাইলি ড্রোন ভূপাতিত করলো হিজবুল্লাহ

দক্ষিণ লেবাননে সারফেস টু এয়ার মিসাইলসহ একটি ইসরাইলি আধুনিক ড্রোন ভূপাতিত করেছে দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

শনিবার (১ জুন) আলজাজিরার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরানি সরকারি বার্তা সংস্থা ইরনা।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, গাজ্জার সঙ্গে সংহতি প্রকাশ করে দক্ষিণ লেবাননে একটি হার্মিস ৯০০ ড্রোন ভূপাতিত করেছেন লেবননি প্রতিরোধ যোদ্ধারা। লেবাননের ডেইফ কিফা শহরে এই ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়েছে।

হার্মিস ৯০০ ড্রোন ইসরাইলি সামরিক বাহিনীর সবচেয়ে উন্নত ও বড় ড্রোনের একটি। ইসরাইলি নিরাপত্তা প্রযুক্তি কোম্পানি এলবিট সিস্টেম এই ড্রোন নকশা ও তৈরি করেছে। এর আর্থিক বাজার মূল্য এক কোটি মার্কিন ডলার। এর মাধ্যমে প্রধানত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, শত্রুর লক্ষ্যবস্তুতে হানা দিয়ে থাকে ইসরাইল।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img