গ্রিসের ক্রিট নামক এক দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির স্থানীয় সময় শনিবার (০২ মে) ১টার দিকে রিখটার স্কেলে ছয় দশমিক ছয় মাত্রার শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা এই তথ্য জানিয়েছে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার মতে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে ভূমধ্যসাগরীয় অঞ্চলের ১৭ কিলোমিটার ভূগর্ভে। শক্তিশালী এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি ঘটেছে কি-না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এদিকে, ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিকাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে ভূমধ্যসাগরীয় অঞ্চলের ১০ কিলোমিটার ভূগর্ভে। এটি রিখটার স্কেলে ছয় মাত্রার শক্তিশালী