রবিবার | ৬ জুলাই | ২০২৫

এরদোগানের নির্দেশে রোহিঙ্গাদের জন্য মেডিক্যাল সামগ্রী নিয়ে চট্টগ্রামে নামল তুরস্কের বিমান

spot_imgspot_img

প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের নির্দেশে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরনার্থীদের জন্য ২০টন মেডিক্যাল সামগ্রী নিয়ে চট্টগ্রাম হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে তুরস্ক বিমানবাহিনীর একটি উড়োজাহাজ। ১৩ জন স্বেচ্ছাসেবী এসব মেডিক্যাল সামগ্রী নিয়ে এসেছেন।

আজ শুক্রবার (২ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তুর্কি বিমানটি অবতরণ করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান।

এর আগে গত ২৭ মার্চ তুরস্ক বিমানবাহিনীর সি ১৩০ ফ্লাইটে কক্সবাজারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য ২০ টন তাঁবু পাঠানো হয়েছিল।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে গত ২২ মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডে শরণার্থী শিবিরের কয়েক হাজার অস্থায়ী ঘরের সঙ্গে একটি হাসপাতালও পুড়ে ছাই হয়ে যায়। যার পেক্ষিতে ৫০ শয্যাবিশিষ্ট একটি অস্থায়ী হাসপাতাল নির্মাণের সরঞ্জাম এবং প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে এসেছে তুর্কি ওই সামরিক বিমানটি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img