সোমবার | ৭ জুলাই | ২০২৫

এবার ভারতের সঙ্গে বাণিজ্যের সিদ্ধান্ত স্থগিত করেছে পাকিস্তান

spot_imgspot_img

ভারত থেকে চিনি এবং তুলা আমদানির সিদ্ধান্ত পরিবর্তন করেছে পাকিস্তান। কাশ্মীর ইস্যুতে অগ্রগতি না হওয়ার মধ্যেই ভারতের সঙ্গে বাণিজ্য শুরু করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এরই প্রেক্ষিতে তুমুল সমালোচনার মুখে পড়ে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। একারণে পূর্বের সিদ্ধান্ত বাতিল করে ভারতের সাথে আমদানি বাণিজ্য স্থাগিত করে ইমরান খানের পাকিস্তান।

বৃহস্পতিবার (১ এপ্রিল) কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে ইমরান খান এই সিদ্ধান্তের কথা জানান।

পাকিস্তানের বিরোধীদল এবং কাশ্মীরি জনগণের পক্ষ থেকে কঠোর সমালোচনা সৃষ্টির পর কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতের সঙ্গে বাণিজ্যের সিদ্ধান্ত স্থগিত করে। এ ঘটনায় মনে করা হচ্ছে, পাকিস্তান সরকার জনগণের প্রত্যাশায় বেশ সচেতন। কাশ্মীর পরিস্থিতির অগ্রগতি ছাড়া ভারতের সঙ্গে বাণিজ্য শুরুর বিরুদ্ধে জনগণের বিরাট একটি অংশ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img