শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

রিমান্ডের নামে ছাত্রদল নেতাকর্মীদের উপর চালানো হচ্ছে অকথ্য নির্যাতন: রিজভী

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ছাত্রদল নেতাকর্মীদের রিমান্ডে নিয়ে পৈশাচিক নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২মার্চ ) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, কারাগারে লেখক ব্লগার মুশতাক আহমেদের মৃত্যু ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে গত পরশু প্রেসক্লাবের সামনে ছাত্রদলের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ অতর্কিত হামলা করে। এতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন, সহসভাপতি মামুন খান, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, আক্তার হোসেন, ফারুক হোসেন, সানজিদা আক্তার তুলিসহ প্রায় শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়।

এই বর্বরোচিত আক্রমণের পরও পুলিশ থেমে নেই। এখন শুরু করেছে মামলা, গ্রেফতার ও রিমান্ডের নামে অকথ্য অত্যাচার। ইতোমধ্যে ছাত্রদলের ১৩ নেতাকে গ্রেফতার করে তাদের পাঁচ দিনের রিমান্ডে নিয়ে পৈশাচিক নির্যাতন চালানো হচ্ছে।

তিনি বলেন, গত পরশু সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য আনিসুর খন্দকার অনিক, এফ রহমান হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার জিসান এবং সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের কর্মী আতিক মোর্শেদকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গিয়ে দীর্ঘ সময় অস্বীকার করেছে শুধু তাদের ওপর শারীরিক নির্যাতন করার জন্য।

এ সময় অবিলম্বে গ্রেফতার ছাত্রদল নেতাদের রিমান্ড বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি জানান তিনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img