বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

দুর্নীতির দায়ে ৩ বছরের জেল হয়েছে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টের

দুর্নীতির দায়ে তিন বছর জেল দেওয়া হয়েছে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ৬৬ বয়সী নিকোলাস সারকোজিকে। অবশ্য তাকে কারাগারে যেতে হচ্ছে না, তিনি বন্দিদশা কাটাতে পারবেন বাড়িতেই। শুধু একটি যন্ত্র বাঁধা থাকবে সারকোজির পায়ে।

জানা গেছে, তার বিরুদ্ধে এক ম্যাজিস্ট্রেটকে ঘুষ দেওয়ার অভিযোগ ছিল। একই অপরাধে ওই ম্যাজিস্ট্রেট এবং সারকোজির আইনজীবীর থিয়েরি হেরজঁরও একই সাজা হয়েছে। অভিযোগ রয়েছে ম্যাজিস্ট্রেট গিলবার্ট অ্যাজিবার্টকে মোনাকো শহরে বড় চাকরি দেওয়ার বিনিময়ে সারকোজি তার রাজনৈতিক দলের বিরুদ্ধে ফৌজদারী প্রক্রিয়ার গোপন তথ্য হাতিয়েছিলেন।

তবে আদালতের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে সারকোজির। উল্লেখ্য, ফ্রান্সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রেসিডেন্ট হিসেবে কারাবাসের সাজাপ্রাপ্ত দ্বিতীয় ব্যক্তি হলেন সারকোজি। এর আগে ২০১১ সালে জাক শিরাকের দু’বছরের কারাদণ্ড হয়েছিল।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img