শনিবার, মার্চ ২২, ২০২৫

গাজ্জায় মানবিক সাহায্য প্রবেশে বাধা দিচ্ছে ইসরাইল

কোন কারণ উল্লেখ না করেই, অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় মানবিক সাহায্য প্রবেশে বাধা দিচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) জাতিসংঘের মানবিক বিষয়ক সেক্রেটারি-জেনারেল মার্টিন গ্রিফিথস এক প্রেস বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, “গাজ্জায় অতি প্রয়োজনীয় মানবিক সাহায্য প্রবেশের বিষয়ে বারবার ইসরাইলের দ্বারা প্রত্যাখ্যানের শিকার হচ্ছি আমরা। আর এ ক্ষেত্রে নির্দিষ্ট কোন কারণ দেখাচ্ছেনা ইসরাইল।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, “আমাদের অবশ্যই গাজ্জার সকল স্থানে পৌঁছানোর অনুমতি দিতে হবে। বর্তমানে খান ইউনিস, মধ্যাঞ্চল ও উত্তর গাজ্জায় আমাদের প্রবেশের অধিকার নেই বললেই চলে।”

বিবৃতিতে বলা হয়েছে, গাজ্জায় বাস্তচ্যুত যে কেউ আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের বাড়িতে পুনরায় ফিরে যাওয়ার অধিকার রাখে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img