মিয়ানমারের রাজধানী নেপিডোতে দেশটির পার্লামেন্টের শত শত আইনপ্রণেতাকে ‘উন্মুক্ত জায়গায় বন্দী শিবিরে’ আটকে রেখেছে সেনা সরকার।
সোমবার (১ ফেব্রুয়ারি) সামরিক অভ্যুত্থান করে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি, মিয়ানমারের প্রেসিডেন্ট ও আরও কয়েকজন মন্ত্রীকে আটক করা হয়। একদিন পর কয়েকশ আইনপ্রণেতাকে একটি সরকারি হাউজিং কমপ্লেক্সে আটকে রাখা হয়েছে।
আটকাবস্থায় থাকা এক আইনপ্রণেতা জানান, তিনিসহ ৪০০ এর মতো পার্লামেন্ট সদস্যকে নেপিডোর একটি সরকারি হাউজিং কমপ্লেক্সে আটকে রাখা হয়েছে। সেখানে তারা একে অপরের সঙ্গে কথা বলতে পারছেন এবং ফোনে নিজের এলাকায় যোগাযোগ করতে পারছেন কিন্তু কম্পাউন্ড ছেড়ে কেউ বের হতে পারছেন না।
তিনি বলেছেন, কমপ্লেক্সের ভেতরে পুলিশ ও বাইরে সেনা সদস্যরা টহল দিচ্ছেন।