ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আরো একটি ড্রোন ভূপাতিত করেছে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনুস শহরের কাছে ড্রোনটিকে ভূপাতিত করা হয়।
‘দ্যা নিউ প্রেস’ সংবাদ মাধ্যমে জানিয়েছে, মঙ্গলবার সকালে ইসরাইলের ওই ড্রোনটির নিয়ন্ত্রণ নিয়ে নিতে সক্ষম হন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা এবং এরপরই ড্রোনটি নামিয়ে আনা হয়।
ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, তাদের একটি ড্রোন গাজা উপত্যকায় তৎপরতা চালানোর সময় বিধ্বস্ত হয়েছে।
তবে ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে যে, ড্রোন থেকে কোনো তথ্য প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা নেই।