অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের চলমান আগ্রসনের প্রতিক্রিয়ায় গত নভেম্বর থেকে অবৈধ দেশটির মালিকানাধীন একাধিক পণ্যবাহী জাহাজে আক্রমণ চালিয়েছে ইয়েমেনের হুতি সংগঠন। যার ফলে নৌ চলাচলের গুরুত্বপূর্ণ এই পথে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। আর এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই লোহিত সাগরে ‘আইরিস আলবোরজ ৭২’ নামে যুদ্ধজাহাজ পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের আরেক শক্তিধর দেশ ইরান।
সোমবার (১ জানুয়ারি) ইরানের তাসনিম বার্তা সংস্থা এ বিষয়টি নিশ্চিত করেছে।
তাসনিম জানিয়েছে, এডেন উপসাগরের কৌশলগত বাব আল-মান্দেব প্রণালী দিয়ে লোহিত সাগরে প্রবেশ করেছে যুদ্ধজাহাজটি।
বার্তা সংস্থাটি আরো জানিয়েছে, “২০০৯ সাল থেকে এই অঞ্চলে জাহাজ চলাচলের রাস্তা সুরক্ষিত রাখা, জলদস্যুদের প্রতিহত করার পাশাপাশি বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কাজ করছে ইরানের নৌবাহিনী।”
প্রসঙ্গত, গত ডিসেম্বরের শুরুতে ইরান সমর্থিত হুতিদের দমন করতে লোহিত সাগরে একটি টাস্ট ফোর্স গঠন করে মার্কিন যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, আন্তর্জাতিক শিপিং চেম্বারের দেওয়া তথ্য অনুযায়ী, আফ্রিকা ও আরব উপদ্বীপের মধ্য দিয়ে বয়ে চলা বাব-আল-মান্দেব প্রণালিতে বৈশ্বিক বাণিজ্যের প্রায় ১২ শতাংশ পরিবাহিত হয়।
সূত্র: মিডল ইস্ট মনিটর