বাংলাদেশীদের উপর ভিসা কড়াকড়ির কারণে বিপাকে পড়েছে ভারতের ব্যবসায়ীরা। এমন চিত্র ফুটে উঠেছে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শহর বনগাঁয়। বাংলাদেশি পর্যটকদের অভাবে হোটেলকর্মী, অটো ও টোটোচালক, রিকশাচালক এবং কুলিদের আয়ের উৎস প্রায় বন্ধ হয়ে গেছে।
(৩০ নভেম্বর) ভারতীয় দৈনিক ইংরেজি পত্রিকা টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ বিষয়টি তুলে ধরেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বছরের এরকম সময় বাংলাদেশি পর্যটকদের ভীড় লেগেই থাকে ভারতের বনগাঁয়। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশিদের জন্য ভিসানীতিতে কড়াকড়ি করায় এসব স্থানে নেই কোন পর্যটক। ফলে চরম অনিশ্চয়তার সম্মুখীন হয়ে পড়েছেন বনগাঁর ভারতীয় ব্যবসায়ীরা। ১৯৪৭ সালের পর থেকে এই খাতে যা উন্নতি হয়েছিল, তা আজ হুমকির সম্মুখীন।
বনগাঁর পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ জানান, গত কয়েক মাসে বনগাঁর ব্যবসায় ৫০ থেকে ৬০ শতাংশ ধস নেমেছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া