বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

আফগান দূতাবাসে কূটনীতিক মিশন চালু করল সৌদি আরব

তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের আমলে দেশটিতে অবস্থিত নিজেদের দূতাবাসে নতুনকরে কূটনীতিক মিশন চালু করেছে বলে জানিয়েছে সৌদি আরব।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এমন ঘোষণা দিয়েছে বলে ইয়েনি শাফাক এর খবরে বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আফগান জনগণের জন্য সৌদি কর্তৃপক্ষ সকল ধরনের কূটনীতিক সেবা দিতে চায়, এর প্রেক্ষিতে এ কূটনীতিক মিশন চালু করা হয়েছে।

এদিকে সোমবার ওআইসি সদস্যদের মন্ত্রী পর্যায়ের এক সভার ডাক দিয়েছে সৌদি আরব। ওই সভায় আফগানিস্তানের বর্তমান মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ১৭ ডিসেম্বর তারিখে ওআইসি সদস্যদের মন্ত্রী পর্যায়ের ওই সভার আয়োজন করতে চায় পাকিস্তান। পাকিস্তান প্রস্তাব দিয়েছে যে ইসলামাবাদে ওই সভা আয়োজন করা হোক।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img