দক্ষিণ আফ্রিকা থেকে শুরু হওয়া প্রাণঘাতি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সৌদি আরবেও শনাক্ত হয়েছে।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
জানা যায়, সৌদি আরবে আফ্রিকান এক নাগরিকের দেহে করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। সেই সঙ্গে তার সংস্পর্শে আসা ব্যক্তিদেরকেও আইসোলেশনে রাখা হয়েছে।
ওমিক্রন আবিষ্কারের পরপরই মালাউই, জাম্বিয়া, মাদাগাস্কার, এঙ্গোলা, সিচেলাস, মরিশাস ও কমোরোসসহ ১৪টি দেশের সঙ্গে সবরকম ফ্লাইট স্থগিত করেছে সৌদি আরব। সেই সঙ্গে আফ্রিকা মহাদেশ থেকে আগত সবাইকে গভীর পর্যবেক্ষণে রাখছে কর্তৃপক্ষ।