শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন চালানোর মূল্য দিতে হবে রাশিয়াকে: ন্যাটো মহাসচিব

ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন চালানোর কারণে রাশিয়াকে কড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টোলেনবার্গ।

মঙ্গলবার (৩০ নভেম্বর) লাটভিয়ার রাজধানী রিগায় ইউক্রেন সংকট নিয়ে দু’দিনব্যাপী ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনার পর এক সংবাদ সম্মেলনে মস্কোর প্রতি এই হুঁশিয়ারি দেন তিনি।

ন্যাটোর মহাসচিব স্টোলেনবার্গ বলেন, রাশিয়া জোর করে ইউক্রেনের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে। অযৌক্তিভাবে সামরিক শক্তিমত্তা প্রদর্শন করছে। যা সীমান্তে উত্তেজনা তৈরি করছে। রাশিয়াকে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, রাশিয়ার উদ্দেশ্য নিয়ে নিশ্চিত কিছু বলা যায় না। এর আগেও ইউক্রেন ও প্রতিবেশিদের ওপর সামরিক ক্ষমতা প্রয়োগ করেছে তারা। তবে পরবর্তীতে কোনো আগ্রাসনের চেষ্টা করলে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করা হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img