মঙ্গলবার | ৮ জুলাই | ২০২৫

বৈদেশিক বিনিয়োগ বাড়াতে সরকার কাজ করছে: পররাষ্ট্রমন্ত্রী

spot_imgspot_img

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বৈদেশিক বিনিয়োগ বাড়াতে সরকার কাজ করছে। বাংলাদেশে যদি কেউ ইনভেস্ট করে তবে সে তার প্রতিদান পাবে।

বুধবার (১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত ‘বিজয়ের ৫০ বছরে বাংলাদেশের কূটনৈতিক সফলতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে ভবিষ্যৎ খুব সুবিধার নয়। আমাদের এক কোটি ২২ লাখ প্রবাসী মধ্যপ্রাচ্যে আছেন। সেখানে ভবিষ্যৎ খুব সুবিধার নয়। সে জন্য আমরা অন্যান্য দেশেও তাদের নিয়োগের চেষ্টা করছি। আমরা চাই, দেশে-বিদেশে সফল কর্মসংস্থান সৃষ্টি করতে। রোমানিয়ায় আগে কোনও দিন বাঙালি যায়নি। সেখানে ১০ হাজার বাঙালি নেওয়ার ব্যবস্থা পাকাপোক্ত করা হয়েছে। এখন আমরা নতুন নতুন দেশে নিতে চেষ্টা করছি।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমাদের প্রধানমন্ত্রী যে ধরনের রোডম্যাপ দিয়েছেন, তা বাস্তবায়নে যা যা করা দরকার, সে ধরনের পদক্ষেপ নিয়েছি। তার একটি বড় পদক্ষেপ হচ্ছে, এ দেশের জনগণের চাকরির সুযোগ সৃষ্টি করা। কর্মসংস্থান সৃষ্টি করা। আমরা দুটি প্যাকেজ চালু করেছি; একটির নাম দিয়েছি ইকোনমিক ডিপ্লোমেসি এবং দ্বিতীয়টি হচ্ছে, আমরা রফতানি বাড়াতে চাই। রফতানি বাড়াতে কাজ করছি এবং বেড়েছেও।

তিনি বলেন, ২০০৯ সালে রফতানি ছিল ১২ বিলিয়ন ডলার, এখন প্রায় ৪০ বিলিয়ন ডলার। আমরা মোটামুটি বাড়িয়েছি। আরও বাড়াতে চাই।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img