শুক্রবার, নভেম্বর ১, ২০২৪

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এনে তীব্র নিন্দা ট্রাম্পের

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এনে তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক মার্কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার মাইক্রো ব্লগিং সাইট এক্সে দাবি করেন, ‘বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুর উপর বর্বরোচিত হামলা হচ্ছে। সঙ্ঘবদ্ধভাবে তাদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দীপাবলির শুভেচ্ছা জানিয়ে এক্স-এ করা ওই পোস্টে ডনাল্ড ট্রাম্প এসব নিয়ে মন্তব্য করেন ।

এ সময় তিনি বাংলাদেশে পুরোপুরি বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে বলেও অভিযোগ করেছেন।

ওই পোস্টে তিনি এও দাবি করেন যে তিনি যদি এখন প্রেসিডেন্ট থাকতেন, তাহলে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের এসব ঘটনা ঘটত না।

এ বিষয়ে তিনি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের উপরও অভিযোগ করেন। তিনি বলেন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বে হিন্দুদের উপেক্ষা করেছেন।

এরপর তিনি বলেন, কমালা এবং জো বাইডেন সারা বিশ্বে এবং আমেরিকায় হিন্দুদের উপেক্ষা করেছে। ইসরাইল থেকে ইউক্রেন এবং আমাদের নিজস্ব দক্ষিণ সীমান্ত পর্যন্ত একটি বিপর্যয় সৃষ্টি হয়েছে। তিনি আমেরিকাকে আবার শক্তিশালী করবেন এবং এর মাধ্যমে শান্তি ফিরিয়ে আনবেন বলেও পোস্টে উল্লেখ করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img