ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় উত্তরাঞ্চলে স্থল অভিযান চালাতে গিয়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আরো ১১ সেনাসদস্য নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন ইসরায়েলি সেনা।
স্থল অভিযান চালাতে গাজায় প্রবেশের পর হামাসের পাল্টা হামলায় ইসরাইলি সেনাদের মধ্যে হতাহতের এই ঘটনা ঘটে। বুধবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, ইসরাইলি সেনাবাহিনীর ওয়েবসাইটে নিহত সেনাদের ছবি পোস্ট করা হয়েছে।
বুধবার ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে গাজ্জায় হামাসের সাথে লড়াইয়ে মঙ্গলবার ১১ ইসরাইলি সৈন্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এতে বলা হয়, গাজ্জায় রাতে অভিযান চালানোর সময় ইসরাইলি ওই সৈন্যরা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী। স্থল অভিযান শুরু করার পর গাজ্জায় একদিনে এটাই সর্বোচ্চ ইসরাইলি সৈন্যের মৃত্যু।
এর আগে ২০১৪ সালে ইসরাইলি বাহিনী গাজ্জায় অভিযান চালাতে গেলে তাদের অন্তত ৭০ জন সেনা নিহত হয়েছিল।