বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

অবশেষে গাজ্জার রাফাহ সীমান্ত গেট খুলে দিয়েছে মিশর

ফিলিস্তিনের মিশর সংলগ্ন রাফাহ সীমান্তের গেট খুলে দেওয়া হয়েছে। আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য মিশরে নেওয়ার জন্য স্থানীয় সময় বুধবার এ গেট খুলে দেওয়া হয়।

আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, রাফাহ সীমান্ত দিয়ে অসংখ্য মানুষ ও গাড়ি প্রবেশ করছে। তবে এখনও পর্যন্ত কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে দেখা যায়নি। একই সঙ্গে কিছু বিদেশী নাগরিককেও গাজ্জা ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে।

এ দিকে সীমান্ত খোলার কয়েক মিনিট আগে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব জেমস ক্লিভারলি জানান, ব্রিটিশ নাগরিকদের দ্রুত গাজ্জা ছাড়তে সব ব্যবস্থা নেওয়া হবে। জীবন রক্ষায় কাজ করা সহায়তা দলকে যত তাড়াতাড়ি সম্ভব গাজায় প্রবেশ করতে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ অভিমত ব্যক্ত করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img