ইনসাফ | সোহেল আহম্মেদ
গত শুক্রবার (২৯ অক্টোবর) তুরস্কের ইজমির প্রদেশে ভূমিকম্পের পর যেসব দেশ তুরস্কের প্রতি সমবেদনা ও সমর্থন জানিয়েছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট ও মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা রজব তাইয়েব এরদোগান।
শনিবার (৩০ অক্টোবর) এক টুইটার বার্তায় এরদোগান বলেন, ইজমিরে ভূমিকম্পের পরে যেসব বন্ধুত্বপূর্ণ দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো তুরস্কের প্রতি সমবেদনা ও সমর্থন জানিয়েছে, তাদেরকে তুরস্ক প্রজাতন্ত্রের পক্ষ থেকে
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, তুরস্কের সমস্ত প্রতিষ্ঠানকে তার ক্ষতিগ্রস্ত নাগরিকদের সাহায্য করার জন্য একত্রিত করা হয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে দেশ প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার তুরস্কের ইজমির প্রদেশে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর কমপক্ষে ৩৯ জন মারা গেছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি