রাশিয়া থেকে ভয়ঙ্কর এস-৪০০ ক্রয় করায় পূর্ব ভূমধ্যসাগরে আঙ্কারা ও অ্যাথেন্স এর মধ্যে চলমান উত্তেজনার মধ্যে তুরস্কের জন্য তৈনি এফ-৩৫ গ্রিসের কাছে বিক্রি করছে আমেরিকা। মূলত, তুরস্কের জন্য তৈরি করা হয়েছিল অত্যাধুনিক এসব এফ-৩৫ যুদ্ধবিমান।
সাম্প্রতিক সময়ে তুরস্ক ও পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে বেশ কিছু ইস্যুতে বাকযুদ্ধে জড়িয়েছে। এ কারণেই তুরস্কের কাছে আর এফ-৩৫ বিক্রি করতে চাচ্ছে না আমেরিকা। তবে তুরস্কই ওই এফ-৩৫ যুদ্ধবিমান অর্ডার করেছিল প্রথমে।
এখন তুরস্ককে না দেয়ায় সেগুলো কিনছে গ্রিস। রাশিয়ার থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না কিনতে তুরস্ককে একাধিকবার বারণ করেছিল আমেরিকা। তবে দেশটির রজব তাইয়েব এরদোগান প্রশাসন এস-৪০০ কিনতে মনস্থির করে ফেলে। আমেরিকা এ কারণে তুরস্কের ওপর অবরোধ আরোপেরও হুমকি দেয়।
জানা যায়, সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর গ্রিস সফরের সময় ২০টি যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে সিদ্ধান্ত হয়। এরমধ্যে ৬টি আসবে ২০২২ সালে। এছাড়া, গ্রিস ও আমেরিকার মধ্যে থাকা নিরাপত্তা চুক্তিও ২০২৫ সাল পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে।
সূত্র: ইউরেশিয়া টাইমস