মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, আমরা মনে করি সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ ও বিক্ষোভ দমনকালে নিহত বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার।
সোমবার (৩০ সেপ্টেম্বর) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার এসব কথা বলেন।
তিনি বলেন, দায়ী যেই হোক না কেন, পূর্ণ জবাবদিহি থাকতে হবে।
গণমাধ্যমভিত্তিক এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, তারা বাংলাদেশসহ সারাবিশ্বে গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত দেখতে চান।
সূত্র : ইউএনবি