শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

ভারতে মহানবী সা.এর অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ

ভারতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জঘন্য কটূক্তিকারী মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির বিধায়ক নিতেশ নারায়ণ রানেকে গ্রেফতারের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রিাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেইটে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের গ্রেফতার না করায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় আমরা ভারতীয় পণ্য বয়কট করবো। এ সময় তিনি মহান আল্লাহ, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও কুরআন সুন্নাহর বিরুদ্ধে কেউ কটুক্তি করলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন প্রনয়ণের জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

তিনি আরও বলেন, আমাদের দাবি হলো বিগত সরকারের আমলে হেফাজতসহ ছাত্র জনতার ওপর যেই নির্মম হত্যাকান্ড চালানো হয়েছে তার বিচার করতে হবে। এছাড়া জাতীয় পাঠ্যপুস্তক সম্পাদনা কমিটিতে আলেম প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা কর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

হেফাজতের ঢাকা মহানগর সেক্রেটারী মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক মুফতী জাকির হুসাইন কাসেমী, কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতী জাবের কাসেমী এবং কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা জালাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মুফতী বশিরুল্লাহ, অর্থ সম্পাদক মুফতী মুনির হুসাইন কাসেমী, সহকারী অর্থ সম্পাদক মুফতী কামাল উদ্দীন, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা এনামুল হক মুসা প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img