বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ইউরোপীয় ইউনিয়নে আর যোগ দিতে চায় না তুরস্ক : এরদোগান

ইউরোপের দেশগুলোর শক্তিশালী অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দিতে চার দশক ধরে চেষ্টা চালানোর পরও অন্তর্ভুক্ত করা হয়নি তুরস্ককে। তাই সেই বিষয়ে নিজের ক্ষোভ প্রকাশ ইউরোপীয় ইউনিয়নে আর যোগ দিতে চান না বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

তিনি অভিযোগ করে বলেছেন, ইইউর কাছে আমরা যেসব প্রতিজ্ঞা করেছি তার সব রক্ষা করেছি। কিন্তু তারা তাদের কোনো কথাই রাখেনি।

রোববার (১ অক্টোবর) পার্লামেন্ট শুরুর উদ্বোধনী বক্তব্যে এরদোগান এমন মন্তব্য করেন।

এরদোগান বলেন, তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে এখন আর কোনো কিছুই আশা করে না। যেটি আমাদের তাদের দরজায় ৪০ বছর অপেক্ষায় রেখেছে।

তিনি জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার ক্ষেত্রে নতুন কোনো শর্তই আর মেনে নেবেন না তিনি।

এদিকে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার ক্ষেত্রে তুরস্ককে বিভিন্ন সময় অসংখ্য শর্ত দেওয়া হয়েছিল। তবে আঙ্কারার অভিযোগ, যেসব শর্ত পূরণ করলেও তাদের জোটে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।

সূত্র: এএফপি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img