জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, মিথ্যাচার করতে করতে বিএনপি নেতাদের জিহ্বা অনেক বড় হয়ে গেছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে তারা নানা উসকানিমূলক ও মিথ্যা বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়। এসব মিথ্যাবাদীর বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।
শনিবার (১ অক্টোবর) পাবনার ঈশ্বরদীতে মৌবাড়িয়া মন্দির পরিদর্শনে গিয়ে এমন কথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের সংবিধান সমুন্নত রেখে নির্বাচন কমিশনের মাধ্যমে এদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সামনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র শুরু করেছে। এদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত।