রবিবার | ১৩ জুলাই | ২০২৫

এস আলমের দখল মুক্ত হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক; নতুন পরিচালনা পর্ষদ গঠন

spot_imgspot_img

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। আগের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন এই পর্ষদ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে আরো একটি ব্যাংক এস আলম গ্রুপের দখল মুক্ত হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের এক আদেশে পর্ষদ বাতিল করা হয়। একই আদেশে নতুন চেয়ারম্যানসহ পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

নতুন পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আবদুল মান্নান। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক।

এই পর্ষদে চার স্বতন্ত্র পরিচালক হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো: আজিজুর রহমান, উত্তরা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো: আবদুল কুদ্দুছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসের সহযোগী অধ্যাপক মো: সাইফুল আলম ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মো: রাগিব আহসান।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img