ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে লড়াইরত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে ধর্মীয়ভাবে শেষ বিদায় জানালো শিয়া ধর্মরাষ্ট্র ইরান।
বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানী দেশটির তেহরানে হামাস প্রধানের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
ইরানের নেতা আয়াতুল্লাহ খোমেনি কুদসের এই অকুতোভয় সন্তান ও নেতার জানাযা পড়ান। জানাযায় লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে। তেহরানের প্রধান প্রধান সড়কগুলো হামাস ও ফিলিস্তিনের শুভাকাঙ্ক্ষী ও জানাযায় অংশগ্রহণকারীদের উপস্থিতিতে ভরে যায়।
জানাযা শেষে আয়াতুল্লাহ খোমেনি সেখানে উপস্থিত হামাস প্রধানের পুত্রের কপালে চুমু খান। আরবি ভাষায় কথোপকথন ও শোক প্রকাশ করেন। এ সময় লক্ষ লক্ষ মানুষের কন্ঠে ফার্সি ভাষায় ধ্বনিত হচ্ছিলো, ইসরাইল ধ্বংস হোক, নিপাত যাক।
উপস্থিত জনতার উদ্দেশ্যে জানাযার পূর্বে হামাস ডেপুটি প্রধান খলিল হাইয়া বলেন, আজ হামাসের পথপ্রদর্শক ও তুফানুল আকসা অভিযানের নায়ককে আমাদের বিদায় জানাতে হচ্ছে। মহান আল্লাহ তাঁর ত্যাগ ও শাহাদাতকে কবুল করুন।
তিনি আরও বলেন, এই ন্যাক্কারজনক অপরাধের মাধ্যমে জায়োনিস্ট ইসরাইল আবারও প্রমাণ করলো তারা বিশ্ব মানবতার শত্রু।
সংবাদমাধ্যমের তথ্যমতে, বুধবার (৩১ আগস্ট) তেহরানে এক গুপ্ত হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়া ও তাঁর দেহরক্ষী আইশিন শাহাদাতবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬২ বছর। হামাস ও ইরান এই হত্যার জন্য ইসরাইলকে দায়ী করে।
দেশটির নব-নির্বাচিত প্রেসিডেন্ট মাহমুদ পাজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে হামাস প্রধান তেহরান গমন করেছিলেন। শপথ অনুষ্ঠান পরবর্তী নির্ধারিত কামরায় অবস্থানকালে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
প্রসঙ্গত, গত ১৯ মে শিয়া ধর্মরাষ্ট্র ইরানের প্রেসিডেন্ট ইবরাহীম রাইসি এক রহস্যময় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হলে মাসুদ পেজেশকিয়ান দেশটির নতুন প্রেসিডেন্ট হোন।
এছাড়া ওই দুর্ঘটনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান, আয়াতুল্লাহ খোমেনির মুখপাত্র মুহাম্মাদ আলি আলে হাশেম ও পূর্ব আজারবাইজানের শিয়া গভর্নর মালেক রহমতীও মারা যান। আজারবাইজানে জলাধার প্রকল্প উদ্বোধন শেষে তাবরিজে যাওয়ার পথে বহরের শুধুমাত্র তাদের হেলিকপ্টারটি রহস্যজনক দুর্ঘটনার শিকার হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়াকে দুর্ঘটনার জন্য দায়ী করা হলেও হেলিকপ্টার বহরের বাকি ২টি নিরাপদে গন্তব্যে পৌঁছে যাওয়ায় রহস্যের সৃষ্টি হয়।
ইরানের বিবৃতি অনুসারে, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পরও খোমেনির মুখপাত্র ঘণ্টাখানেক বেঁচে ছিলেন এবং যোগাযোগের চেষ্টা করেছিলেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আমীর ভাহিদি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছিলেন, দুর্ঘটনার কবলে পড়া প্রেসিডেন্টের হেলিকপ্টার থেকে তাদের সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছিলো। কিন্তু কথার মাঝেই হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এছাড়া ফ্রান্সের চ্যানেল-২১ এর এক প্রতিবেদনে বলা হয় যে, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির পাইলট ছিলেন মোসাদ এজেন্ট। তার প্রকৃত নাম ছিলো অ্যালি কোপতার। তবে ইসরাইলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের এক খবরে বলা হয় যে, অ্যালি কোপতার নামী মোসাদ এজেন্ট রাইসির পাইলট ছিলেন মর্মে যে খবর ছড়িয়ে পড়েছে তা ইসরাইলীদের ঠাট্টার অংশ। তবে সোশ্যাল প্লাটফর্ম ব্যবহারকারীরা একে গুরুত্বের সাথে নেয়। এমনকি ইরানও এই বিষয়টি খতিয়ে দেখার ঘোষণা দেয়।
সূত্র: আইএসএনএ