বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

হামাসের সামরিক প্রধান মুহাম্মাদ দেইফকে হত্যার দাবি ইসরাইলের

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের প্রধান কমান্ডার মুহাম্মাদ আল-দেইফকে হত্যার দাবি করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী। তবে এমন দাবি প্রত্যাখ্যান করেছে হামাস।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) এক বিবৃতিতে এ দাবি করে ইসরাইলি সেনাবাহিনী।

বিবৃতিতে বলা হয়, গত মাসের ১৩ জুলাই গাজ্জা উপত্যকার খান ইউনিস শহরের একটি এলাকায় বোমা হামলায় হত্যা করা হয়েছে হামাসের সামরিক শাখার প্রধান দেইফকে।

এদিকে, মুহাম্মাদ দেইফকে হত্যার দাবি অস্বীকার করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জত আল রিশাক।

তিনি বলেন, সামরিক শাখার যে কোনও ব্যক্তি শহীদ হলে তা নিশ্চিত অথবা অস্বীকার করার দায়িত্ব আল-কাসসাম ব্রিগেডের। এক্ষেত্রে গণমাধ্যম বা শত্রুপক্ষের দ্বারা প্রচারিত সংবাদের ভিত্তিতে কোনও তথ্য নিশ্চিত করা যাবে না।

গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ১৩ জুলাইয়ের ভয়ানক হামলায় ৯০ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক শহীদ হয়েছিলেন। তবে এরমধ্যে দেইফ ছিলেন না।

গত বছরের ৭ অক্টোবরে ইসরাইলের অভ্যন্তরে ঢুকে বিস্ময়কর হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে গণ্য করা হয় আল-দেইফকে। গাজ্জায় হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ারের পরেই তাঁর অবস্থান রয়েছে।

সূত্র: আল-জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img