ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গুপ্ত হামলায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যু গোটা মুসলিম উম্মাহর জন্য এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান।
আফগান ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিরাত বলেন, এই মহান মুজাহিদের শহীদী মৃত্যু মুসলিম উম্মাহ ও জিহাদী কাফেলার জন্য মহাক্ষতি বলে মনে করে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান।
তিনি আরও বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে হামাসের প্রতিরোধ আন্দোলনকে পবিত্র বলে মনে করে ইসলামী ইমারাত। পাশাপাশি এটি ইসলামী ও মানবিক দায়িত্বও বটে।
একইসঙ্গে ইসরাইল সরকার কর্তৃক মুসলিমদের গণহত্যা, গাজ্জায় বোমাবর্ষণ ও সন্ত্রাসীমূলক কর্মকান্ডের তীব্র নিন্দা জানায় ইমারাতে ইসলামিয়া সরকার।
সূত্র: তোলো নিউজ