বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের, আসিফ মাহমুদ এবং নুসরাত তাবাসসুম – এই ছয়জন সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়।
এর আগে ‘নিরাপত্তার স্বার্থ’ দেখিয়ে ২৬শে জুলাই হাসপাতাল থেকে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামসহ আরও দুইজন সমন্বয়ক এবং পরেরদিন আরও তিনজন সমন্বয়ককে তুলে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এরপর ২৮শে জুলাই ঢাকার গোয়েন্দা পুলিশের ‘নিরাপত্তা হেফাজতে’ থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহার করার একটি ভিডিও বার্তা দেন নাহিদ ইসলাম। তাঁর সাথে সে সময় আটক বাকি সমন্বয়কেরা উপস্থিত ছিলেন।
যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়কদের অভিযোগ, জিম্মি করে নির্যাতনের মুখে এই বক্তব্য দেওয়ানো হয়েছে।
এদিকে বৃহস্পতিবার দুপুরে ছেড়ে দেওয়ার আগে ছয় সমন্বয়ক গত ৩২ ঘন্টা ধরে অনশনে ছিলেন বলে জানান সমন্বয়ক মো. নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম।
সূত্র: বিবিসি বাংলা