ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ও ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিল কাতার। তবে এমন সময় হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ফলে গাজ্জায় একটি শান্তি চুক্তির প্রচেষ্টা বিপদের সম্মুখীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি। সেই সঙ্গে তিনি প্রশ্নও তুলেছেন, “মধ্যস্থতা কিভাবে সফল হবে যখন এক পক্ষ অন্য পক্ষের আলোচনাকারীকে গুপ্ত হত্যা করেছে ?”
গতকাল হানিয়াহের মৃত্যুর পরপরই এক এক্স বার্তায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “গাজ্জায় ক্রমাগত সাধারন নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করা ও রাজনৈতিক গুপ্ত হত্যার মধ্যেই এই প্রশ্ন উঠে আসছে যে, মধ্যস্থতা কিভাবে সফল হবে যখন এক পক্ষ অন্য পক্ষের আলোচনাকারীকে গুপ্ত হত্যা করেছে ?”
কাতারের আমির আরো বলেন, “শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রয়োজন সচেতন ও গুরুতর অংশীদার। পাশাপাশি মানবতার উপেক্ষাকারীদের বিরুদ্ধে দাঁড়াতে হলে সর্বপ্রথম বিশ্বব্যাপী অবস্থান প্রয়োজন।”
উল্লেখ্য, গতকাল ইরানের রাজধানী তেহরানে মিসাইল হামলা চালিয়ে হত্যা করা হয় ইসমাইল হানিয়াকে। তিনি বেশ কয়েক বছর ধরে কাতারের রাজধানী দোহাই বসবাস করছিলেন।
সূত্র: মিডল ইস্ট মনিটর