বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ইসমাইল হানিয়ার শাহাদাতের বদলা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করল হামাস

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস-এর প্রধান ইসমাইল হানিয়ার শাহাদাতের বদলা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে সংগঠনটি।

বুধবার (৩১ জুলাই) এক বিবৃতিতে এই অঙ্গীকার ব্যক্ত করে হামাস।

বিবৃতিতে বলা হয়, ইহুদিবাদীদের গুপ্তহত্যার শিকার হয়ে ইসমাইল হানিয়া শহীদ হয়েছেন। আমাদের ফিলিস্তিনি জনগণের মহান সন্তানের শাহাদাতের ঘটনায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস শোকাভিভূত। একইসাথে শোকাভিভূত আরব ও মুসলিম দেশগুলো এবং সারা বিশ্বের মুক্তিকামী জনগণ।

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মুসা আবু মারজুক বলেন, কাপুরুষোচিত এই হত্যাকাণ্ড বিনা জবাবে পার পাবে না।

উল্লেখ্য, ইরানের নয়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে উপস্থিত থাকা হামাস প্রধান ইসমাইল হানিয়া বুধবার সকালে ইসরাইলের কাপুরুষোচিত গুপ্তহত্যার শিকার হয়ে একটি বাসভবনে শহীদ হন।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img