রবিবার, মে ১২, ২০২৪

চীনের পেছনে লাগার চেষ্টা করলে মাথা ভেঙ্গে দেওয়া হবে: শি জিংপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠেছে চীন। যারা চীনের পিছনে লাগার চেষ্টা করবে, তাদের মাথা ভেঙে দেওয়া হবে।

বৃহস্পতিবার (১ জুলাই) চীনের কমিউনিস্ট পার্টির ১০০ বছর উদযাপন উপলক্ষে রাজধানী বেইজিংয়ের তিয়েন-আনমেন স্কোয়্যারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন।

শি জিনপিং আরও বলেন, তাইওয়ান চীনের অংশ। মূল চীন থেকে তাকে যদি কেউ আলাদা করতে চায়, তাহলে শাস্তি পেতে হবে।

চীনের এই প্রেসিডেন্ট বলেন, কোনো অবস্থায় অন্য দেশ দ্বারা চীন প্রভাবিত হবে না। চীনকে যদি অন্য কোনো দেশ প্রভাবিত করে এমনকি নিপীড়নের চেষ্টা করে তাহলে তাদের মাথা ইস্পাতের প্রাচীরে গিয়েই ঠেকবে।

উল্লেখ্য, ভাষণে তিয়েনআনমেন চত্বরে থাকা ৭০ হাজার মানুষ প্রেসিডেন্টের কথায় একমত হয়ে উল্লাস করতে থাকে। শত বর্ষপূর্তি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে যুদ্ধবিমান, হেলিকপ্টার ওড়ানো, কামানের স্যালুট এবং দেশাত্মবোধক গান বাজানোর আয়োজন করা হয়েছে।

সূত্র: ডয়েচে ভেলে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img