শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

‘ইসরাইল বিরোধী প্রতিরোধের গতিপ্রকৃতি বদলে দিয়েছে গাজা যুদ্ধ’

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইসরাইল বিরোধী যুদ্ধে কুদস বা বায়তুল মুকাদ্দাসকে অন্তর্ভুক্ত করার ঘটনা এবার প্রথম ঘটেছে এবং এ বিষয়টি প্রতিরোধ যুদ্ধের এতদিনকার গতিপ্রকৃতি বদলে দিয়েছে।

সোমবার (৩১ মে) দক্ষিণ লেবাননের এইনাল হালুয়া এলাকায় এক অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে প্রতিরোধ অক্ষ বর্তমানে একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে অবস্থান করছে।

তিনি আরও বলেন, গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরাইল যে যুদ্ধাপরাধ করেছে তার বিচার করতে হবে।

হামাসের পলিটব্যুরো প্রধান অবিলম্বে ফিলিস্তিনে নির্বাচন ঘোষণা করার জন্য স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন অনুষ্ঠান ছাড়া ফিলিস্তিনে জাতীয় সংহতি অর্জিত হবে না।

সম্প্রতি মাহমুদ আব্বাস ফিলিস্তিনি ভূখণ্ডে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েও তা স্থগিত করে দিয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img